Monday, February 4, 2019

অনুগল্প

অনুগল্প নিয়ে কিছু কথা বলা দরকার। গল্প মানে তো, হইয়াও হইলো না শেষ টাইপের, তবে আগা গোড়া থাকে। তো অনুগল্পও একধরণের গল্প, তবে আগা অথবা গোড়া নাই, যেকোনো অবস্থা থেকে শুরু হতে পারে, আবার যেকোনো অবস্থায় শেষও হতে পারে :)

No comments:

Post a Comment